ফেনীতে সড়কে বাড়তি ভাড়া আদায়-উল্টোপথে গাড়ি, জরিমানা ৪১ হাজার

21 hours ago 5

ফেনীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, উল্টোপথে গাড়ি চালানো ও যত্রতত্র পার্কিংসহ নানা অনিয়মের দায়ে ১৬ মামলায় ৪১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ছয়টি পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার মো. আলা উদ্দিন, রূম্পা ঘোষ, আশোক বিক্রম চাকমা, তানভীর আহমেদ, সোভিক রায় ও ছাগলনাইয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

ফেনীতে সড়কে বাড়তি ভাড়া আদায়-উল্টোপথে গাড়ি, জরিমানা ৪১ হাজার

ভ্রমমাণ আদালত সূত্র জানায়, ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় গণপরিবহনে অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করা, যাত্রীদের হয়রানি বন্ধ করাসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাস কাউন্টারগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাস্তায় অবৈধভাবে উল্টোপথে যানবাহন চালানো, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে গণউপদ্রপ সৃষ্টি করায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন জানান, অতিরিক্ত দামে টিকিট বিক্রির দায়ে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া করা হয়েছে। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সর্তক করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/এমএস

Read Entire Article