ফেনীতে ১৩ জনকে চোখ বেঁধে পুশইন

5 months ago 13

ফেনীর ছাগলনাইয়ায় ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ পুশইনের ঘটনা ঘটে। 

শুক্রবার (৩০ মে) সকাল ৮টার দিকে বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে মটুয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করে। 

আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৩ জন ও শিশু রয়েছেন ৬ জন। আটকরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা যায়।

আটক মো. আলতাফ হোসেন জানান, তারা ভারতে একটি ইটভাটায় কাজ করতেন। বৃহস্পতিবার বিএসএফ তাদের আটক করে ছাগলনাইয়া ভারতীয় সীমান্তে চোখ বেঁধে আনে। পরে রাতে চোখ খুলে দিয়ে বাংলাদেশে পুশইন করেছে। 

ফেনী-৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন কালবেলাকে জানান, আটক ব্যক্তিদের ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি স্থানীয় জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

Read Entire Article