ফেনীর চরাঞ্চলে বজ্রপাতে প্রাণ গেলো ১২ গবাদিপশুর

3 months ago 58

বজ্রপাতে প্রাণ হারিয়েছে ১২টি গবাদিপশু। রোববার (৯ জুন) দুপুরের দিকে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড় ধলীর চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব বড় ধলীর চরাঞ্চলে দুপুরের দিকে স্থানীয় কৃষক হোনান উদ্দিনের ৩টি মহিষ, মো. বাদশা মিয়ার একটি মহিষ, আবু তাহেরের একটি গাভী ও জাহাঙ্গীরের ৭টি ভেড়া বজ্রাঘাতে মারা যায়। বৃষ্টি শেষে কৃষকরা মাঠে খোঁজ নিতে গিয়ে পশুগুলো মৃত অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মোতালেব বলেন, বজ্রপাতে মাঠে থাকা অবস্থায় এই পশুগুলোর মৃত্যু হয়েছে। এখানে একটি পক্ষ পশুগুলো কিনে দেন। দরিদ্র কৃষকরা সেগুলো লালন-পালন করেন। সেই হিসাবে দুইপক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্মুক্ত মাঠ হওয়ায় এখানকার চরাঞ্চলে প্রায় সময় বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীপ্ত সাহা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এরই মধ্যে পশু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়ে দাপ্তরিক তথ্য পাঠিয়েছি।

আবদুল্লাহ আল-মামুন/এমএইচআর

Read Entire Article