ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি রয়েছে

2 months ago 6

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি নেতাদের এক সৌজন্য বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামীর নির্বাচন এবং বিএনপির অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মনে করে, ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে এতে তাদের মধ্যে একটি স্বস্তি তৈরি হয়েছে।

বৈঠকে শ্রমিকদের অধিকার ও জাতীয় সংসদের কার্যকারিতা নিয়েও আলোচনা হয়। খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। সংসদ যেন কার্যকরভাবে চলে সেই চেষ্টায় সহযোগিতা করতে চায় এবং প্রত্যাশা করে যে এটি স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।

বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘বিচার বিভাগীয় সচিবালয়’ প্রতিষ্ঠার প্রস্তাবও বৈঠকে আলোচনায় আসে। খসরু জানান, এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন একমত পোষণ করেছে এবং এর জন্য তারা ফান্ডিং করতেও আগ্রহ দেখিয়েছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতার ধরনে পরিবর্তন আনারও ইঙ্গিত মেলে বৈঠকে। খসরু বলেন, আগামী দিনে তারা শুধু অনুদান বা ঋণ নয় বরং একটি প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশে কাজ করতে চায়।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article