ফেব্রুয়ারিতেই ভোট হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো শঙ্কা নেই। যত দ্রুত ভোট হবে, দেশের জন্য ততই মঙ্গল।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আশা করি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের রায়প্রাপ্ত দলের কাছে দায়িত্ব হস্তান্তর করব।  নির্বাচনের কার্যক্রম বন্ধের জন্য রিট করা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, রিট করার অধিকার সবার আছে, সে বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। তবে, এটা নিশ্চিত যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।  ৮ দলের আন্দোলনের প্রসঙ্গে আ ফ ম খালিদ হোসাইন বলেন, আন্দোলন যে কেউ করতে পারে। তবে, তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয়, বৈঠক হয়। ৮ দল জনগণকে হ্যাঁ-না ভোটে সম্পৃক্ত করতে চাচ্ছে।  এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, ফটিকছ

ফেব্রুয়ারিতেই ভোট হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো শঙ্কা নেই। যত দ্রুত ভোট হবে, দেশের জন্য ততই মঙ্গল। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আশা করি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের রায়প্রাপ্ত দলের কাছে দায়িত্ব হস্তান্তর করব। 

নির্বাচনের কার্যক্রম বন্ধের জন্য রিট করা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, রিট করার অধিকার সবার আছে, সে বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। তবে, এটা নিশ্চিত যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। 

৮ দলের আন্দোলনের প্রসঙ্গে আ ফ ম খালিদ হোসাইন বলেন, আন্দোলন যে কেউ করতে পারে। তবে, তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয়, বৈঠক হয়। ৮ দল জনগণকে হ্যাঁ-না ভোটে সম্পৃক্ত করতে চাচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন শাহ্ নানুপুরী প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow