ফেব্রুয়ারির প্রথমার্ধে মিলবে দুই দফায় ৮ দিনের ছুটি
আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য খুলে যাচ্ছে দীর্ঘ ছুটির দুয়ার। ক্যালেন্ডারের হিসাব ও সরকারি ঘোষণা বিশ্লেষণ করে দেখা গেছে, সামান্য কৌশলী হলে মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় মোট ৮ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা। পবিত্র শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই বিশেষ সুযোগ। প্রথম দফার ছুটি: শবেবরাত ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৫ ফেব্রুয়ারি মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৪ দিনের ছুটি নিশ্চিত হবে। দ্বিতীয় দফার ছুটি: জাতীয় নির্বাচন মাসের দ্বিতীয় সপ্তাহে থাকছে নির্বাচনের আমেজ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শন
আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য খুলে যাচ্ছে দীর্ঘ ছুটির দুয়ার। ক্যালেন্ডারের হিসাব ও সরকারি ঘোষণা বিশ্লেষণ করে দেখা গেছে, সামান্য কৌশলী হলে মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় মোট ৮ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা। পবিত্র শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই বিশেষ সুযোগ।
প্রথম দফার ছুটি: শবেবরাত ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৫ ফেব্রুয়ারি মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৪ দিনের ছুটি নিশ্চিত হবে।
দ্বিতীয় দফার ছুটি: জাতীয় নির্বাচন মাসের দ্বিতীয় সপ্তাহে থাকছে নির্বাচনের আমেজ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এখানে কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই টানা ৪ দিনের ছুটি মিলছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। তবে শিল্পাঞ্চলের শ্রমিকদের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
২০২৬ সালের ছুটির সংক্ষিপ্ত চিত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৬ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি রয়েছে। তবে এর মধ্যে ৯ দিন ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার)। এছাড়া মুসলিমদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও নির্দিষ্ট ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
ফেব্রুয়ারির এই টানা ছুটির হাতছানি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এরই মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই এই সুযোগে পরিবার নিয়ে ঢাকার বাইরে ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন।
What's Your Reaction?