ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্যবই পাবে : শিক্ষা উপদেষ্টা

1 month ago 34

ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় পাঠ্যবইগুলো চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। 

তিনি বলেন, চর দখলের মতো স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে নতুন করে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবিলা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নিতে হবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সামনে নির্বাচন আসছে। সবার দাবি দাওয়া মেটানো নয়, সুষ্ঠু নির্বাচন করাই সরকারের প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কারও নামে কোথাও কোনো স্থাপনার নাম হবে না। আমরা এটা চাই না। এ ব্যাপারে নিরুৎসাহিত করছি।

বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, তারা যেনো প্রাপ্য ভাতা পান সেদিকে খেয়াল রাখতে হবে। 

Read Entire Article