ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আবারও ঢাকায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে অলাভজনক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’। ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ নামের এই কনসার্টে গাইতে আসছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং জুলাইয়ের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই আয়োজন। কনসার্ট থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। আয়োজকরা জানান, এই কনসার্টের মূল আকর্ষণ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে জনপ্রিয় গায়ক আতিফ আসলামকে। তার সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে যেকোনো দিন এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভেন্যু ও চূড়ান্ত তারিখ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আতিফ আসলাম ছাড়াও কনসার্টে বিদেশি অতিথি এবং দেশীয় জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা প

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম
চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আবারও ঢাকায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে অলাভজনক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’। ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ নামের এই কনসার্টে গাইতে আসছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং জুলাইয়ের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই আয়োজন। কনসার্ট থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। আয়োজকরা জানান, এই কনসার্টের মূল আকর্ষণ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে জনপ্রিয় গায়ক আতিফ আসলামকে। তার সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে যেকোনো দিন এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভেন্যু ও চূড়ান্ত তারিখ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আতিফ আসলাম ছাড়াও কনসার্টে বিদেশি অতিথি এবং দেশীয় জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা পারফর্ম করবেন। সেক্ষেত্রে দেশীয় ঐতিহ্যবাহী লোকসংগীত ও কাওয়ালি গান প্রাধান্য পাবে। গানের পাশাপাশি জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি ও মঞ্চনাটকেরও আয়োজন থাকবে। ‘স্পিরিটস অব জুলাই’ তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, বর্তমান সময়ে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার যে ষড়যন্ত্র চলছে, তার বিপরীতে দাঁড়িয়ে সবাইকে একত্র করতেই তাদের এই প্রয়াস। তারা বলেন, “জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে একত্র করে দেশে জুলাইয়ের আবহ ফেরাতে চাই।” উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর এই প্ল্যাটফর্মটি আয়োজন করেছিল ‘ইকোজ অব রেভ্যুলেশন’, যেখানে পারফর্ম করেছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সেই কনসার্ট থেকে অর্জিত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা গত ৩১ ডিসেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow