ফের বাবা হচ্ছেন রাম চরণ

1 week ago 16

আবারও সুখবর রাম চরণ-উপাসনা দম্পতির ঘরে। দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ ফের বাবা হতে চলেছেন। অভিনেতার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করা এক  ভিডিওতে ধরা পড়ে তাদের আনন্দের মুহূর্তটি। রঙিন সাজে সাজানো বাড়ি, প্রিয়জনের ভিড়, আর উপাসনার মুখে মাতৃত্বের উচ্ছ্বাস। নতুন জীবনের আগমনী সুরে যেন মাতোয়ারা চরণ পরিবার। খবর : পিঙ্কভিলা

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, উৎসবমুখর পরিবেশ। পরিবারের অন্য সদস্য ছাড়াও অনেক অতিথি উপস্থিত হয়েছেন। তারা উপাসনাকে উপহার দেওয়ার পাশাপাশি মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।  

আর সেই ভিডিও ক্যাপশনে লেখা ছিল, এই দীপাবলি ছিল দ্বিগুণ উদযাপন, দ্বিগুণ ভালোবাসা এবং দ্বিগুণ আশীর্বাদ। ভিডিওটির শেষে পর্দায় ভেসে উঠে—‘নতুন সূচনার উদযাপন।’ এ লেখার শুরু ও শেষে দুই জোড়া ছোট্ট পায়ের ছবিও দেখা যায়। যদিও এ নিয়ে এখনো সরাসরি কোনো কিছু বলেননি রাম চরণ।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রাম চরণ।  

এরপর ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা।
 

Read Entire Article