ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

এক বছরের পরিচয় ও বন্ধুত্বের পর নতুন করে জীবন শুরু করলেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। গত সোমবার (২৪ নভেম্বর) পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই গায়িকা। পূজার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। জীবনের এই নতুন অধ্যায় শুরুর সংবাদ নিশ্চিত করে পূজা সবার কাছে আশীর্বাদ চেয়েছেন। এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে তাদের পরিচয় হয়েছিল। চার বছর সংসার করার পর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। পেছনের সব তিক্ততা ভুলে আবারও সংসার জীবনে প্রবেশ করলেন এই তারকা। উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে বাংলা গানের জগতে বিচরণ করছেন পূজা। ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘চুপিচুপি’, ‘একটাই তুমি’, ‘কেন বারে বারে’-র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ ইতোমধ্যে কোটির ঘর ছাড়িয়েছে।

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 
এক বছরের পরিচয় ও বন্ধুত্বের পর নতুন করে জীবন শুরু করলেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। গত সোমবার (২৪ নভেম্বর) পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই গায়িকা। পূজার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। জীবনের এই নতুন অধ্যায় শুরুর সংবাদ নিশ্চিত করে পূজা সবার কাছে আশীর্বাদ চেয়েছেন। এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে তাদের পরিচয় হয়েছিল। চার বছর সংসার করার পর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। পেছনের সব তিক্ততা ভুলে আবারও সংসার জীবনে প্রবেশ করলেন এই তারকা। উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে বাংলা গানের জগতে বিচরণ করছেন পূজা। ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘চুপিচুপি’, ‘একটাই তুমি’, ‘কেন বারে বারে’-র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ ইতোমধ্যে কোটির ঘর ছাড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow