ফের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

4 months ago 61

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা অভিমুখী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে ট্রেন চলাচল ব্যাহত হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী শনিবার দুপুরে কন্টেইনার ট্রেন দুর্ঘটনার হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে পৈরতলা রেলক্রসিংয়ের কাছে চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রেনের একটি বগি এবং শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে ঢাকা থেকে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে সকালে উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শেষ করার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

Read Entire Article