ফের ভূমিকম্পে কাঁপল ভারত

4 hours ago 7
ভারতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ৫.০ মাত্রার কম্পনে কেঁপেছে আসাম। মরিগাঁও জেলা ও গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল তীব্র। এ ছাড়া রাজ্যের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১৬ কিলোমিটার । খবর হিন্দুস্তান টাইমসের।  আসাম ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প প্রায় হয়। এটি ভূমিকম্প অঞ্চল ভি-এর আওতায় পড়ে। যার অর্থ আসাম শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এদিকে আসামে সঙ্গে কেঁপেছে বাংলাদেশের সিলেট। গভীর রাত হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি। তবে সিলেট নগরীর অনেক বাসিন্দা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকে, যা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের খুব কাছাকাছি। প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।  ভলকানো ডিসকভারি এ তথ্য জানিয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে ভারত থেকে ২১৬ কিলোমিটার (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং তা এলাকাটিতে ব্যাপকভাবে অনুভূত হয়। ভূমিকম্পের অগভীরতার কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রস্থলের কাছে কম্পন বেশি তীব্রভাবে অনুভূত হয়।
Read Entire Article