ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে।
তিনি আরও জানান, আগামী ২৯ অক্টোবরের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।