ফের শপথ নিলেন মাদুরো, গ্রেপ্তারে তৎপর যুক্তরাষ্ট্র

2 hours ago 5

নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন। তিনি প্রায় ১২ বছর ধরে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে শপথ নেওয়ার পর মাদুরো বলেন, আমার নতুন রাষ্ট্রপতির মেয়াদ শান্তি, সমৃদ্ধি, সমতা ও নতুন গণতন্ত্রের সময়কাল হবে। সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হবে। খবর রয়টার্স।

শপথ নেওয়ার দিনেই যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারে পুরস্কারের মূল্য বাড়িয়ে দুই কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করেছে। এ ছাড়া ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর জন্যও পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ২০২০ সালে মাদুরো ও তার সরকারের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক পাচার ও দুর্নীতির অভিযোগ এনে এ গ্রেপ্তারি পরোয়ান জারি করে। কিন্তু মাদুরো ও সহকর্মীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। 

এদিকে, বিরোধী দল দাবি করেছে তাদের প্রার্থী এদমুন্দো গনসালেস নির্বাচনে জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাদুরো সরকার এসব দাবি নাকচ করে দিয়েছে। একইসঙ্গে বিরোধীদলকে ‘ফ্যাসিবাদী’ চক্রান্তের দায়ে অভিযুক্ত করেছে।

Read Entire Article