ফের সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

3 months ago 23

কোটাবিরোধী আন্দোলনে বাংলা ব্লকেড ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।

পরে বিকেল ৪টা ১০ মিনিটে সমস্বরে জাতীয় সঙ্গীত গান আন্দোলনকারীরা। এসময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের ফলে সড়কের দুইপাশজুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হচ্ছে সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে।

ফের সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

২০১৮ সালের পরিপত্রের পুনর্বহাল ও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, কোটা স্পষ্ট বৈষম্য। অবিলম্বে কোটা বাতিল করতে হবে। তা না হলে এ আন্দোলন থেকে পিছু হটবেন না শিক্ষার্থীরা।

গতকাল বৃষ্টির মধ্যে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো চার দাবিতে কর্মসূচি পালন করছেন তারা।

নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস

Read Entire Article