ফেরি থেকে নদীতে পড়লো সিএনজি, দুজনের মরদেহ উদ্ধার

3 months ago 36

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাটে ঈদুল আজহার দিন ভোরে সিএনজিচালিত অটোরিকশাসহ চার যাত্রী নদীতে পড়ে যাওয়ার পর নিখোঁজ দুই নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার খালেদা বেগম (৪০) ও ফারজানা বেগম (১৯)।

তাদের মরদেহ ফেরি দুর্ঘটনার স্থানে পানির নিচে ডুবে থাকা সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকেই উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা গাড়ির ভেতরেই আটকে পড়েছিলেন।

এর আগে দুর্ঘটনার পরপরই উদ্ধার হওয়া দুজন হলেন খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। তারা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ফেরি থেকে নদীতে পড়লো সিএনজি, দুজনের মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ঢাকার উদ্দেশ্যে নবীনগরে ফিরছিলেন তাঁরা। ভোরে বিশনন্দী ফেরিঘাটে এসে সিএনজিসহ একটি ফেরিতে ওঠেন। ফেরি ছাড়ার মাত্র দুই মিনিটের মাথায় ফেরিটি সামান্য কাত হয়ে গেলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

ফায়ার সার্ভিস ইনচার্জ রবিউল হাসান বলেন, ঘটনার পর থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে আসছিলাম। ঢাকার ডুবুরি দলের সহায়তায় বিকেল ৬টার দিকে সিএনজিসহ নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তারা সিএনজির ভেতরেই আটকে ছিলেন।

সকালে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি উদ্ধারকৃতদের চিকিৎসার খোঁজখবর নেন ও উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

ইউএনও বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। ফেরিতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম

Read Entire Article