ফেসবুক গ্রুপে ইউজারনেম ও নিকনেম

দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের সত্যিকারের নাম ব্যবহারের বাধ্যবাধকতা ছিল ফেসবুকে। এবার গ্রুপভিত্তিক যোগাযোগে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন ফিচারের মাধ্যমে ফেসবুক গ্রুপের সদস্যরা নিজেদের কাস্টম নিকনেম ও অ্যাভাটার ব্যবহার করে পোস্ট বা মন্তব্য করতে পারবেন। এটি হবে আংশিক গোপনীয় তবে ব্যক্তিত্ব বজায় রেখেই। এক কথায়, কেউ চাইলে গ্রুপে নিজের আসল নামের বদলে আলাদা নামে পোস্ট বা কমেন্ট করতে পারবেন। এর ফলে পাবলিক বা বড় গ্রুপে নিজের নাম প্রকাশ করতে না চাইলে এটি কাজে আসবে। মেটা জানিয়েছে, গ্রুপে পোস্ট দেওয়ার সময় যে টগল অপশনটি দিয়ে অ্যানোনিমাস পোস্ট করা যায়, সেখান থেকেই ব্যবহারকারীরা তাদের কাস্টম নিকনেম সেট করতে পারবেন। তবে এ সুবিধা ব্যবহার করতে হলে গ্রুপটির অ্যাডমিনকে নিকনেম ফিচার সক্রিয় করতে হবে। কিছু ক্ষেত্রে অ্যাডমিনরা প্রতিটি নিকনেম আলাদাভাবে অনুমোদনও করতে পারবেন। ইচ্ছে মতো ব্যবহারকারীরা তাদের নিজের নাম কিংবা নিকনেম, দুই পরিচয়ের যে কোনোটি দিয়ে পোস্ট করতে পারবেন। এ ক্ষেত্রে শর্ত একটিই, নিকনেমটি অবশ্যই মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও টার্মস অব সার্ভিস বা নীতিমালা অনুসারে হতে হবে। নিকনেম সেট করার সময় ব্যবহা

ফেসবুক গ্রুপে ইউজারনেম ও নিকনেম

দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের সত্যিকারের নাম ব্যবহারের বাধ্যবাধকতা ছিল ফেসবুকে। এবার গ্রুপভিত্তিক যোগাযোগে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন ফিচারের মাধ্যমে ফেসবুক গ্রুপের সদস্যরা নিজেদের কাস্টম নিকনেম ও অ্যাভাটার ব্যবহার করে পোস্ট বা মন্তব্য করতে পারবেন। এটি হবে আংশিক গোপনীয় তবে ব্যক্তিত্ব বজায় রেখেই। এক কথায়, কেউ চাইলে গ্রুপে নিজের আসল নামের বদলে আলাদা নামে পোস্ট বা কমেন্ট করতে পারবেন। এর ফলে পাবলিক বা বড় গ্রুপে নিজের নাম প্রকাশ করতে না চাইলে এটি কাজে আসবে।

মেটা জানিয়েছে, গ্রুপে পোস্ট দেওয়ার সময় যে টগল অপশনটি দিয়ে অ্যানোনিমাস পোস্ট করা যায়, সেখান থেকেই ব্যবহারকারীরা তাদের কাস্টম নিকনেম সেট করতে পারবেন।

তবে এ সুবিধা ব্যবহার করতে হলে গ্রুপটির অ্যাডমিনকে নিকনেম ফিচার সক্রিয় করতে হবে। কিছু ক্ষেত্রে অ্যাডমিনরা প্রতিটি নিকনেম আলাদাভাবে অনুমোদনও করতে পারবেন। ইচ্ছে মতো ব্যবহারকারীরা তাদের নিজের নাম কিংবা নিকনেম, দুই পরিচয়ের যে কোনোটি দিয়ে পোস্ট করতে পারবেন।

এ ক্ষেত্রে শর্ত একটিই, নিকনেমটি অবশ্যই মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও টার্মস অব সার্ভিস বা নীতিমালা অনুসারে হতে হবে। নিকনেম সেট করার সময় ব্যবহারকারীরা কাস্টম অ্যাভাটারও বেছে নিতে পারবেন, যার মধ্যে বেশিরভাগই সানগ্লাস পরা কার্টুন-প্রাণীর ছবি।

ফেসবুক গ্রুপগুলোতে ব্যবহারকারীর অংশগ্রহণ বাড়াতে মেটা গত কয়েক বছর ধরেই নতুন নতুন ফিচার যোগ করছে। ২০২৪ সালে গ্রুপভিত্তিক স্থানীয় ইভেন্ট হাইলাইট করার নতুন ট্যাব যোগ করা হয়। সাম্প্রতিক সময়ে অ্যাডমিনদের জন্য প্রাইভেট গ্রুপকে পাবলিক গ্রুপে রূপান্তরের টুলও চালু করা হয়েছে। আর এই ফিচারে নিরাপত্তার স্বার্থে অ্যাডমিনরা চাইলে ব্যবহারকারীর আসল প্রোফাইল নাম দেখতে পারবেন। কিন্তু সাধারণ গ্রুপ সদস্যরা নিকনেম বা ইউজারনেমই দেখতে পাবেন।

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুন
গুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন
অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের নতুন ৫ ফিচার

শাহজালাল/আরএমডি/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow