ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

1 week ago 12
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ছবিটিতে পাশে থাকা সহঅভিনেতার নাম ভক্তদের কাছে জানতে চান তিনি।  রোববার (৩১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ ছবি আপলোড করেন মিম। ছবিটিতে দেখা যাচ্ছে, হাতে ছুরি নিয়ে সহঅভিনেতার সামনে দাঁড়িয়ে রয়েছেন মিম। আর অভিনেতা পেছন ফিরে মিমের দিকে তাকিয়ে আছেন। ছবির এই দৃশ্যতে সহজে বুঝার উপায় নেই, মিমের সহঅভিনেতা আসলে কে।  এদিকে, মিমের এমন পোস্টের পর অনেকেই মন্তব্যঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেছেন। একজন লিখেছেন, দারুণ লাগছে। আপনার স্বামী হতে পারে। অন্যজন লিখেছেন, আমার প্রিয় দুজন মানুষ একসাথে। তবে, যেহেতু মিমের স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার তাই সহঅভিনেতা কে— সে প্রশ্নের উত্তরে বেশিভাগ ভক্তই অভিনেতা ও গায়ক তাহসান হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ছবিটি ফেসবুক স্টোরিতেও আপলোড করেছেন মিম। তবে সঙ্গে থাকা সহঅভিনেতা আসলে কে, তা অবশ্য এখনো প্রকাশ করেননি তিনি। 
Read Entire Article