ফেসবুকে ছবি পোস্ট করেও যেভাবে আয় করা সম্ভব
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। ভিডিওর পাশাপাশি এবার ছবি পোস্টের মাধ্যমে আয় করার সুযোগ মিলছে। এই নতুন সুবিধা ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।
ফেসবুকের এই নতুন মনিটাইজেশন ব্যবস্থা মূলত ক্রিয়েটরদের আয়ের পরিধি বাড়াতে চালু করা হয়েছে। ফলে যারা এতদিন শুধু ভিডিও কনটেন্ট থেকে আয় করতেন, তারা এখন ছবি পোস্টের মাধ্যমেও আয়ের সুযোগ পাবেন।
আগে ক্রিয়েটররা কেবল ভিডিওর মাধ্যমে আয় করতেন, যেমন ‘ইন-স্ট্রিম অ্যাড’ বা ‘রিলস মনিটাইজেশন’। নতুন সুবিধার মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ছবির পাশে বা নিচে বিজ্ঞাপন প্রদর্শিত হবে এবং সেখান থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে।
তবে এই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার থাকা, পেজে পর্যাপ্ত ইন্টারঅ্যাকশন থাকা এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা।
বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা বিশেষ করে ছোট ও মাঝারি ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে। ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, লাইফস্টাইল কনটেন্টসহ অন্যান্য ছবি ভিত্তিক কাজের ক্রিয়েটররা সহজেই এই সুযোগ কাজে লাগাতে পারবেন।
মেটা আশা করছে, ছবির মাধ্যমে আয় শুরু হলে ক্রিয়েটরদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং ফেসবুক প্ল্যাটফর্ম আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় কনটেন্টের জন্য পরিচিত হবে।