ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

1 month ago 23

সিরাজগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন রাজু খান নামের এক নেতা। তিনি রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পদে ছিলেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা একটি পত্রে এই ঘোষণা দেন রাজু খান। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন তিনি।

পদত্যাগের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে রাজু খান বলেন, সরকার পতনের পর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় পদত্যাগপত্রটি তাদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগপত্রটি পোস্ট করেছি।

এম এ মালেক/এসআর/এমএস

Read Entire Article