ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

3 hours ago 5
রাজধানীর ডেমরা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ডেমরার আমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ মিয়া (২০), আল আমিন হোসেন ওরফে বাবু (২০), মো. মিলন (২৪) ও মো. সাজু (২৫)। মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম ডেমরার একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করে। ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে গ্রেপ্তারকৃত সোহাগের পরিচয় হয় ও পরবর্তীতে কথাবার্তা হয়। তারই প্রেক্ষিতে সোহাগ গত ১৩ জানুয়ারি (সোমবার) বিকেলে ভিকটিমকে দেখা করার জন্য বলে। ভিকটিম দেখা করতে গেলে সোহাগ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। একপর্যায়ে ডেমরার লালশাহ মাজার রোড ভার্জিন বেকারির গলির একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সোহাগ ও তার বন্ধুরা মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।  পুলিশ জানায়, রুজুকৃত মামলাটি তদন্তকালে ভিকটিমের জবানবন্দি পর্যালোচনা করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডেমরার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের সঙ্গে জড়িত সোহাগ, আল আমিন, মিলন ও সাজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ভিকটিমকে ডিএনএ পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
Read Entire Article