ফেসবুকে শাড়ি পরা কানে ফুল গোঁজা নারীদের ছবি, ঘটনা কী?

3 hours ago 2

ফেসবুক খুললেই চোখে পড়ছে নারীদের শাড়ি পরা কানে ফুল গোঁজা ছবি। ফেসবুকের নতুন এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন সবাই। নিজেদের ছবি বানিয়ে শেয়ার করছেন নিজেদের প্রোফাইলে। আসলে ঘটনা কি জানেন? এআইয়ের জনপ্রিয় চ্যাটবট জিমিনির নতুন টুল নানো বানানার কাজ এটা।

জিমিনিকে সঠিক প্রম্পট দিতে পারলেই অন্যদের মতো আপনারও এমন ছবি পেয়ে যাবেন। অনেকেই এখনো বুঝে উঠতে পারছেন না কীভাবে কাজটি করবেন। আসুন সহজ পদ্ধতি জানাচ্ছি আপনাকে-

এই ছবি তৈরির মূল বিষয় হলো স্পষ্ট নির্দেশ। অর্থাৎ আপনি ঠিক কেমন ছবি চাইছেন, পোশাক, চুল, মেকাপ থেকে শুরু করে আলো কেমন থাকবে, ছবির মান কেমন হবে সবটা স্পষ্টভাষায় আপনাকে বলতে হবে জিমিনি এআইকে। তাহলেই একেবারে মনের মতো ছবি পাবেন।

>> এজন্য প্রথমে আপনার ফোন থেকে জিমিনি চ্যাটবট ওপেন করুন।
>> বামদিকে নিচে ‘+’ চিহ্নে গিয়ে নিজের ছবি আপলোড করুন।
>> এবার নির্দেশনা লিখুন। স্পষ্ট করে বিস্তারিতভাবে লিখুন কি চাচ্ছেন আপনি। একটা নমুনা দিচ্ছি, Convert, 4k HD realistic, A stunning portrait of a young Bangali woman with Long, dark hair cascading over her shoulders. She is wearing a translucent, elegant saree draped over one shoulder, revealing a fitted blouse underneath. She is looking straight to her right, with a soft, serene expression. I want same face as I uploaded no alternation 100 percent same. The background is a plain, warm-toned wall, illuminated by a warm light source from the right, creating a distinct, soft-edged shadow of her profile and hair on the wall behind her. The overall mood is retro and artistic. এটা লিখতে পারেন।
>> কিছুক্ষণ অপেক্ষা করলেই মনের মতো ছবি পাবেন।
>> ডাউনলোড করে নিন এবং শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়।

তবে এই ট্রেন্ডে গা ভাসিয়ে ভুল করছেন না তো? মনে রাখবেন এআই চ্যাটবটগুলো আপনার সব তথ্য সংগ্রহ করে রাখে। আপনার যেসব ছবি, তথ্য দিচ্ছেন তা কিন্তু বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই একদম। তাই এসব ট্রেন্ড ফলো করার আগে দ্বিতীয়বার ভাবুন। বিশেষ করে নারীরা। নিজের নিরাপত্তা সবার আগে।

আরও পড়ুন

কেএসকে/এমএস

Read Entire Article