ফোন বন্ধের আতঙ্কে বাজারে মন্দাভাব, আন্দোলনে চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীরা

2 hours ago 6

আপনার ব্যবহৃত মোবাইল ফোন হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সারা দেশে। বিশেষ করে যেসব ফোন অবৈধভাবে দেশে এসেছে বা আমদানির সময় ট্যাক্স পরিশোধ করা হয়নি, সেগুলো আগামী ১৬ ডিসেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে সরকার। মোবাইল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চালু করছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর বা NEIR) ব্যবস্থা।

এ ঘোষণার পর থেকেই চট্টগ্রামসহ দেশের মোবাইল মার্কেটগুলোতে দেখা দিয়েছে মন্দাভাব। ক্রেতারা এখন দ্বিধায়— তাদের ফোন বন্ধ হয়ে যাবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায়। আনঅফিশিয়াল বা ট্যাক্স ছাড়া আনা ফোন বিক্রেতারা পড়েছেন বড় ধরনের বিপাকে। অনেক দোকানে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতা নেই। 

এ অবস্থায় চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ী মালিক সমিতি, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার ও তামাকুন্ডি লাইন এলাকার দোকানিরা আন্দোলনে নেমেছেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সরকারের কাছে দাবি জানান— ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে স্থানীয়ভাবে রেজিস্ট্রেশনের সুযোগ দিতে হবে।

তামাকুন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান কালবেলাকে বলেন, ‘আমরা কোনো অপরাধী নই। বড় বড় কোম্পানির মতো আমরাও যদি ভ্যাটের আওতায় আসতে পারি, তাহলে সবাই বৈধ পথে ব্যবসা করতে পারবে।’

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করে কালবেলাকে জানান, দেশে নয়টি বড় সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। তারা বিদেশ থেকে আলাদা আলাদা পার্টস, ব্যাটারি, কেসিং, ডিসপ্লে কেজি হিসেবে এনে দেশে সংযোজন করে অফিসিয়াল ফোন হিসেবে বিক্রি করছে। অথচ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বড় কোম্পানিগুলোর স্বার্থ রক্ষার দিকেই সরকার ঝুঁকছে। অথচ ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়ছেন অস্তিত্ব সংকটে। তাদের দাবি, সরকার চাইলে স্থানীয় ব্যবসায়ীদের করজালের আওতায় এনে বৈধভাবে রেজিস্ট্রেশনের সুযোগ দিতে পারে। 

আনঅফিশিয়াল মোবাইল শোরুমগুলোতে এখন ক্রেতাশূন্য অবস্থা। ব্যবসায়ীরা কালবেলাকে জানান, ঘোষণার পর থেকে বিক্রি প্রায় বন্ধ। অনেকেই আগেভাগে মাল কিনে রেখেছেন, কিন্তু এখন দোকান ভাড়া ও দৈনিক খরচ মেটাতেই পড়ছেন দুশ্চিন্তায়।

চট্টগ্রামের কাজির ডিউরি এলাকার স্যামসাং শোরুমের ম্যানেজার রহিম উদ্দিন বলেন, ‘এখন অনেক ক্রেতা অফিসিয়াল ফোনের দিকেই ঝুঁকছেন। এতে বাজারে বৈধ প্রতিযোগিতা ফিরবে।’

বিটিআরসির সূত্র জানায়, অবৈধভাবে আমদানি করা বা নিবন্ধনহীন মোবাইল ১৬ ডিসেম্বরের পর আর কোনো মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হবে না। অর্থাৎ ফোনটি চালু থাকলেও কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। এতে সরকারের রাজস্ব ফাঁকি রোধের পাশাপাশি চোরাচালান কমবে বলে আশা করছে তারা।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অবৈধ মোবাইল ব্যবহারের মাধ্যমে দেশে অপরাধও বাড়ছে। অনেক অপরাধী নিবন্ধনবিহীন ফোন ব্যবহার করে ট্র্যাকিং এড়াচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ।

Read Entire Article