ফোনের স্পিকারের শব্দ কমে গেলে ঠিক করুন নিজেই

1 month ago 10

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

তবে স্মার্টফোন ব্যবহারের সময় নানান সমস্যা দেখা দেয়। স্পিকারের শব্দ কমে যায় যার মধ্যে অন্যতম একটি সমস্যা। ফোন কিছুদিনের পুরোনো হয়ে গেলেই এই ঝামেলায় পড়তে হয়। ফোনের স্পিকারের শব্দ সময়ের সঙ্গে খুব ধীর হতে থাকে। এর ফলে ফোনে কথা শুনতে কষ্ট হয়। অনেকেই মনে করেন সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

তবে ফোনটির ওয়ারেন্টি না থাকলে এর জন্য অনেক টাকা খরচ করতে হতে পারে। তাই কারো যদি এমন সমস্যা থাকে তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার বাড়িতেই কয়েকটি কাজ করলে সেরে যেতে পারে সমস্যা। আবার বাড়বে ফোনের সাউন্ড।

আরও পড়ুন

নিজেদের ফোন থেকে যদি একেবারেই কোনো শব্দ না হয়, তাহলে প্রথমে এটি কোনো ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে কি না দেখে নিতে হবে। যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে। তাই প্রথমে নিজেদের স্পিকারের মধ্যে জমে থাকা ধুলা পরিষ্কার করতে হবে।

এরপর আপনার ফোনের সেটিংসে যান। সেখানে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন বা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনস-এর অপশন পাবেন। এটা সম্ভব যে এই বিকল্পটি কারো ফোনে অন্য নামে থাকতে পারে। এখানে ভলিউম অপশনে ক্লিক করলে স্লাইড বার দেখা যাবে। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। এখানে রিংটোন, মিডিয়া, অ্যালার্ম, বিজ্ঞপ্তির জন্য অন্যান্য অপশন পাওয়া যাবে।

এই সব সিলেক্ট করার পরেও যদি কারো ফোনের স্পিকারের শব্দ একই থাকে, তাহলে তাকে আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে। কেউ প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন। এই ধরনের আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়।

আরও পড়ুন

সূত্র: ইন্ডিয়া টাইমস

কেএসকে/এমএস

Read Entire Article