ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে ‘গুরুতর ক্ষতির’ আশঙ্কা : আইএইএ প্রধান

2 months ago 7

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ফোর্ডো স্থাপনা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। 

আইএইএ বোর্ড অব গভর্নরসের এক জরুরি বৈঠকে গ্রোসি জানান, ফোর্ডো স্থাপনায় এখন খালি চোখে গর্ত দেখা যাচ্ছে, যা ভূগর্ভে আঘাত হানতে সক্ষম বোমা ব্যবহারের প্রমাণ দেয়। 

তিনি বলেন, যদিও আইএইএ বা অন্য কেউ এখনো পুরোপুরি ফোর্ডোর ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি, তবুও আমাদের ধারণা, তা হবে অত্যন্ত গুরুতর। 

গ্রোসি ব্যাখ্যা করেন, এই হামলায় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এবং ফোর্ডোর সেন্ট্রিফিউজগুলো যেভাবে অতিমাত্রায় কম্পন-সংবেদনশীল, তাতে করে স্থাপনাটির কার্যকারিতায় বড় ধরনের ধস নামতে পারে। 

তিনি আরও জানান, সংস্থাটি দ্রুত তদন্ত শুরু করার চেষ্টা করছে এবং বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি সামরিক অভিযানে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলে হামলা চালায়। এতে বিশেষ ধরনের বাংকার-বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা ভূগর্ভস্থ স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম। 
 

Read Entire Article