ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবক, খাটে স্ত্রী-সন্তানের মরদেহ

18 hours ago 4

নারায়ণগঞ্জে নিজ ভাসা থেকে একই পরিবারের তিনজনের মারদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের ১ নম্বর বাবুরাইল বউ বাজার এলাকার পলাশের বাড়ির ৪ তলার ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রমজান সমিতির ম্যানেজার মো. হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও ছেলে আফরান (৪)।

সদর থানার ওসি নাছির উদ্দিন কালবেলাকে বলেন, হাবিবুল্লাহ শিপলু স্ত্রী-সন্তান নিয়ে ভবনের চারতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা গেছে, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা। তখন নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলছিল হাবিবুল্লাহ শিপলুর লাশ। আরেক কক্ষে তার স্ত্রী ও ছেলের মুখের ওপর বালিশ ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাবিবুল্লাহ শিপলু তার স্ত্রী ও সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত শিপলু ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। গত করোনাকালীন সময়ে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। সমিতির কাছে গ্রাহকদের টাকা পাওনা রয়েছে।

নাছির উদ্দিন বলেন, মরদেহগুলো সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

Read Entire Article