'এখন আমরা এক যুগে প্রবেশ করেছি যেখানে, দর্শক কম কিন্তু সমালোচক বেশি। কিন্তু এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরি। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করবো, আমরা যেমন মানুষের জন্য করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।'
এই কথাগুলো বলেছেন, সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে ‘সিজন ২’ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনায় থাকছেন তাহসান খান।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এর সম্মেলনে উপস্থিত থেকে নিজের উদাহরণ টেনে তাহসান আরও বলেন, ‘কয়েকমাস আগে কোনো এক অনলাইনে নিউজ হয়েছে আমি নাকি বাবা হয়েছি। সারা দেশে ভাইরাল হয়ে গেল। আমার কাছে অভিনন্দত বার্তা আসতে শুরু করল। অথচ ওটা ছিল তিন/চার বছর আগে আমার এক ছোটভাই বাবা হয়েছিল, আমি হাসপাতালে দেখতে গিয়ে ছবি তুলেছিলাম। আসলে কিছুদিন পরপর এসব ফেক রিউমার ছড়ানো হয়। আমার সেই অভ্যাসও নেই যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, ‘যারা এসব ফেক নিউজ ছড়ায় আমি তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারা ফেমাস হয়ে যাবে। তাই এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক। খ্যাতির চাদরের সঙ্গে যে বিড়ম্বড়া আসে সেগুলো মোকাবিলা করা কঠিন। এই বিষয়গুলো সঠিক নিউজ করার জন্য সবার কাছে অনুরোধ জানাই।’
সিজন ২-তে 'টাইটেল স্পন্সর' হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও জনাব হারুন ওর্তাজ বলেন: ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর সাথে আবারও যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানটি পরিবার, একতা এবং নির্মল আনন্দকে উদযাপন করে। এই মূল্যবোধগুলো আইগ্যাস ইউনাইটেডও গভীরভাবে ধারণ করে। আমরা আশা করছি, সারাদেশ থেকে আরও অনেক পরিবার এই আয়োজনে অংশ নেবে এবং অবিস্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবে।’
এবারও একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পাশাপাশি 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ' সিজন ২ দেখা যাবে বঙ্গ অ্যাপে। এই ডিসেম্বরেই শুরু হবে শুটিং। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।
এদিকে সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী পরিবারগুলোর জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে বঙ্গ কতৃপক্ষ।

9 hours ago
3









English (US) ·