ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব। এক্ষেত্রে তাদের উদার হতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সকল হুমকি-ধমকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে। এ ছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যে অগ্রযাত্রা, তা বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে।
তিনি প্রশ্ন করেন, ‘যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে কীভাবে পাশের দেশের মিডিয়া ব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে?’
জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন এ জামায়াত নেতা।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় জামায়াত। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে বলেই মনে করে জামায়াত।

2 hours ago
4








English (US) ·