ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলুন : জেএসডি

1 month ago 15

পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। 

শনিবার (০৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে জাতীয় ঐক্যের লক্ষ্যে জেএসডি আয়োজিত সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের পূর্বে স্বপন এসব কথা বলেন।

জেএসডির এই সাধারণ সম্পাদক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় সম্ভব হয়েছে। কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই এবং রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরতরে বিদায় জানাতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন ঐতিহাসিক অনিবার্যতায় রূপ লাভ করেছে। এই জন্যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

সমাবেশে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য মিথ্যা এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সকল ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো চক্রান্তকে প্রতিহত করার জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে।

ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার সাজু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সী, আবুল কালাম, সুমন খান, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

Read Entire Article