ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আজ একাট্টা উল্লেখ করে সবাইকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে) নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে এক বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইনশা আল্লাহ এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না। আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে।
সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা সব প্রতিকূলতা উপেক্ষা করে আজ ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা।
এএএম/এমআইএইচএস