ফ্যাসিবাদী নীতির কারণে আ.লীগের প্রতি জনগণের ঘৃণা জন্মেছিল : ডা. রফিক

3 hours ago 3

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে।


 
রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদবিরোধী বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে অনেককেই গুম-খুন করা হয়েছে। এসব অপকর্মে জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। বিচার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। এ জন্য সরকারের কাছে দাবি, খুনিদের অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।

 

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তার মতো ফ্যাসিস্টকে আবারও পুনর্বাসনে কেউ কেউ তৎপর রয়েছে। কিন্তু জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। অবিলম্বে শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

 

ডা. রফিকুল ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান, বিপ্লবের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সংস্কার কার্যক্রমে অংশীজনের মতামত গ্রহণ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।

 

ন্যাব সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহ-পরিবার পরিকল্পনা সম্পাদক অধ্যাপক ডা. রফিক আল কবির লাবু, ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. বজলুল গনি ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, কৃষক দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. আতিকুর রহমান প্রমুখ।

Read Entire Article