ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে : ডা. ফরহাদ
ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত কনভেনশন হলে সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. ফরহাদ বলেন, দেশের স্বাস্থ্য খাত ভয়ানক খারাপ। পতিত সরকার লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। সব সুযোগ-সুবিধা, চিকিৎসার মান ধ্বংস করে দিয়েছে। একটা উদাহরণ থেকে বোঝা যায়। আমাদের দেশ থেকে পাশের দেশের ডাক্তাররা ১০ মিলিয়ন ডলার বেশি ইনকাম করে। তাতে বোঝা যায় আমাদের দেশ থেকে কত রোগী ওই দেশে চলে যায়। এই স্বাস্থ্য খাতকে পুনর্গঠনে আমাদের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, আমরা ৫/১০ জনও মিটিং করতে পারতাম না। স্বৈরাচারমুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যাতে বেগম খালেদা জিয়ার পরামর্শে ও তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাব সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ডা. মো. শামিমুর রহমান। ড্যাব সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম ও জেলা ড্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুর, ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব ডা. নাজমুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ডা. মো. আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।