ফ্যাসিস্ট সরকার ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে : ড. মারুফ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর ধরে পরীক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে উপহাস করেছে। শিক্ষা খাতকে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ইলিয়টগঞ্জের ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজের আয়োজনে এবং কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহযোগিতায় ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সহায়তায় দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনা উপজেলার বিভিন্ন কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় ৫২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ড. খন্দকার মারুফ হোসেন ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজের সদস্য সচিব। সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান। কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজানের সঞ্চালনায় ও সভাপতি মো. কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর ধরে পরীক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে উপহাস করেছে। শিক্ষা খাতকে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার ইলিয়টগঞ্জের ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজের আয়োজনে এবং কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহযোগিতায় ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সহায়তায় দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনা উপজেলার বিভিন্ন কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় ৫২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ড. খন্দকার মারুফ হোসেন ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজের সদস্য সচিব।
সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান। কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজানের সঞ্চালনায় ও সভাপতি মো. কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, ড. মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচির সাধারণ সম্পাদক মো. এনামুল হক (সফর তালুকদার), কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাত আলী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
What's Your Reaction?