ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

14 hours ago 5

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কেএফএম শারহাদ শাকিল।

সূত্র জানায়, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২-এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট-সাইজ ছবি প্রয়োজন হবে। প্রয়োজন অনুযায়ী পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ এবং বাসস্থানের প্রমাণপত্রও জমা দিতে হতে পারে।

আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তথ্য যাচাই-বাছাইয়ের পর আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং এনআইডি ইস্যুর প্রক্রিয়া শুরু হবে।

অনেক দিন ধরে প্রবাসীরা যে অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন, তা বাস্তবায়নের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Read Entire Article