ফ্রান্সে ভয়াবহ দাবানল, ১১ হাজার হেক্টর এলাকার গাছপালা পুড়ে ছাই

1 month ago 8

ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ফ্রান্সে বুধবার রাতভর দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত নয়জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং ১১ হাজার হেক্টর এলাকার গাছপালা পুড়ে গেছে। খবর এএফপির।

মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত হয়। অডি বিভাগের বেশ কিছু গ্রাম এখনও হুমকির মধ্যে আছে। সেখানে ১,৫০০ দমকলকর্মী দাবানলের আগুন নেভাতে রীতিমতো লড়াই করছেন।

jagonews24.com

অড বিভাগের সেক্রেটারি জেনারেল লুসি রোয়েশ বলেন, আগুন এমন একটি অঞ্চলে এগিয়ে আসছে যেখানে এটি বিস্তারের সব পরিস্থিতি তৈরি আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যেন আগুনের তীব্রতা বৃদ্ধি না পায়।

তিনি বলেন, সকালের দিকে আকাশপথে সহায়তা পাওয়া যাবে বলে আশা করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। তবে তারা সতর্ক করে বলেছেন যে, এই আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েক দিন ব্যস্ত থাকতে হবে কারণ এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান।

দাবানলের আগুনে একজন গুরুতর জখম হয়েছেন এবং আরও একজন সামান্য আহত হয়েছেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে সাতজন দমকল কর্মী জখম হয়েছেন।

ক্যাম্পিং গ্রাউন্ড এবং একটি গ্রাম আংশিকভাবে খালি করা হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

টিটিএন

Read Entire Article