ফ্রান্সের জাদুঘর থেকে চুরি গেল ৯৫ লাখ ইউরোর মালপত্র

6 days ago 5

ফ্রান্সের একটি জাদুঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে চোরেরা ৯৫ লাখ ইউরো মূল্যের মালপত্র চুরি করেছে।

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে। তবে পুলিশ আসার আগেই চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরেরা ১৪০০ এবং ১৫০০ শতাব্দীর দুটি বিশেষ গুরুত্বপূর্ণ চীনের চীনামাটির বাসন এবং ১৮০০ শতাব্দীর একটি চীনা ফুলদানি নিয়ে পালিয়ে গেছে। এগুলো 'জাতীয় সম্পদ' হিসেবে তালিকাভুক্ত।

ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়েছিল।

লিমোজেসের পাবলিক প্রসিকিউটর এমিলি অ্যাব্রান্তেসের মতে, অ্যালার্ম বেজে ওঠার পর জাদুঘরের নিরাপত্তারক্ষীরা দ্রুত পুলিশকে ফোন করেন; কিন্তু সন্দেহভাজনরা এর আগেই পালিয়ে যায়।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারিসের কগনাক-জে জাদুঘরে চার ব্যক্তি কুড়াল দিয়ে একটি ডিসপ্লে কেস ভেঙে ফেলে এবং স্নাফবক্স ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।

Read Entire Article