চট্টগ্রামের সীতাকুণ্ডে পচা মাংস সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে হাজী বিরিয়ানির দুইটি শাখা ও নিরাপদ নামের এক বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর সদরের আমতলা ও মন্দির সড়কে হাজী বিরিয়ানির দুটি শাখা এবং মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার নিরাপদ বেকারিতে এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন
জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য
সোনার দাম আবার বাড়লো
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, হাজী বিরিয়ানি নামের দোকানে গরু ও মুরগির পচা দুর্গন্ধযুক্ত মাংস ফ্রিজে সংরক্ষণ করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় নিরাপদ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এম মাঈন উদ্দিন/কেএসআর

15 hours ago
10









English (US) ·