‘ফ্রেন্ডলি ফায়ারে’ নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল মার্কিন সেনারা

5 hours ago 2
মার্কিন সামরিক বাহিনী ভুলক্রমে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা ‘ফ্রেন্ডলি ফায়ার’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের লোহিত সাগরের আকাশে এ ঘটনা ঘটেছে, তবে দুটি পাইলটই জীবিত উদ্ধার হয়েছে, যদিও একজন আহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শনিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটটি ‘ফ্রেন্ডলি ফায়ারের’ শিকার হয়ে ভূপাতিত হয়েছে। সেন্টকম জানায়, যুদ্ধবিমানটি মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া একটি গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। তবে বিমানের পাইলটরা নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অপর রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ক্রুরা ছিল বিমানটির পরিচালনার দায়িত্বে। সেন্টকমের তথ্য অনুযায়ী, বিমানটি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে, যদিও তা নিশ্চিত নয়। এ ঘটনা ঘটার পর, সেন্টকম আরও জানায় যে, মার্কিন বাহিনী চলমান ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময়, ওই অঞ্চলে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। শনিবার সকালে হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড সেন্টারে হামলার পরই মার্কিন যুদ্ধবিমানটির ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। এর আগে, সেন্টকম বলেছিল, ওই হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের হুতিদের সক্ষমতা নষ্ট করা এবং দক্ষিণ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের ওপর তাদের আক্রমণ ক্ষমতা হ্রাস করা। এই ভুলক্রমে হামলা নিয়ে মার্কিন সেনারা তদন্ত শুরু করেছে এবং ত্রুটিপূর্ণ গুলি চালানোর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
Read Entire Article