ফ্লাই ঢাকা এয়ারলাইন্স পরিদর্শনে বিউপির প্রতিনিধিদল

3 months ago 32

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) একটি প্রতিনিধিদল ফ্লাই ঢাকা এয়ারলাইন্স পরিদর্শন করেছেন।

বুধবার (১২ জুন) বিইউপি শিক্ষক ফারহান মাশুকের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলটি ফ্লাই ঢাকা পরিদর্শনে যান। তাদের স্বাগত জানান বিইউপি মানবসম্পদ বিভাগের প্রধান মো. আমিনুল ইসলাম।

প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের সিইও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর বলেন, ‘কানেক্টিং ড্রিমস, ইউনিটিং ডেস্টিনেশনস’ স্বপ্ন সামনে রেখে নিরলস কাজ করে যাচ্ছেন ফ্লাই ঢাকার কর্মীরা। শুধু অভ্যন্তরীণ বাজার নয় বরং বিশ্ববাজারেও শক্ত ভিত গড়তে চায় ফ্লাই ঢাকা।’

ঢাকা, এয়ারলাইন্স, বিশ্ববিদ্যালয়ফ্লাই ঢাকা এয়ারলাইন্স পরিদর্শনে বিউপির প্রতিনিধিদল

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি বুকে ধারণ করে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট এয়ারলাইন্স গড়ার যে প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের সেই পরিক্রমায় পাশে থাকবে বিউপি।’

প্রতিনিধিদলকে ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের প্রতিটি বিভাগ ঘুরিয়ে দেখান মানবসম্পদ বিভাগের প্রধান মো. আমিনুল ইসলাম। তিনি প্রতিনিধিদলের সামনে ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের পথপরিক্রমার ওপর একটি সম্যক উপস্থাপনা তুলে ধরেন।

ফ্লাই ঢাকা পরিদর্শন শেষে বিউপির শিক্ষক ফারহান মাশুক বলেন, ‘ফ্লাই ঢাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য এভিয়েশন ল’ এবং এভিয়েশন ইন্ডাস্ট্রির ওপর যে অনন্য লার্নিং সেশনের আয়োজন করেছে তা বাংলাদেশের আইন শিক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। এয়ারক্রাফটের পাইলট থেকে শুরু করে কেবিন সেফটি হেড সবার উপস্থিতিতে অত্যন্ত তথ্যবহুল এই আয়োজন বিইউপির ছাত্রছাত্রীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ফ্লাই ঢাকা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ অত্যন্ত সুন্দর আয়োজনের জন্য।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্লাই ঢাকার ফ্লাইট অপারেশন বিভাগের প্রধান ক্যাপ্টেন আব্দুল্লাহ, কেবিন সার্ভিস বিভাগের প্রধান মো. খালেদুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভ্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেশের আকাশে শিগগির ডানা মেলতে যাচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স। কাগজপত্রের কার্যক্রম গুছিয়ে আনার পাশাপাশি উড়োজাহাজ সংগ্রহ থেকে অবকাঠামোগত অন্যান্য প্রস্তুতিও চলছে। ফ্লাই ঢাকা চালু হলে দেশে পরিচালিত বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়াবে চারটি।

এএসএ/বিএ/জেআইএম

Read Entire Article