ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জনকে আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র‍্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে পুলিশ। রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, হামলায় সরাসরি অংশ নেওয়া দুইজন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। এর মধ্যে ফয়সাল করিম মাসুদ গুলি চালায় এবং আলমগ

ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জনকে আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র‍্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনায় হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে পুলিশ। রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, হামলায় সরাসরি অংশ নেওয়া দুইজন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। এর মধ্যে ফয়সাল করিম মাসুদ গুলি চালায় এবং আলমগীর শেখ মোটরসাইকেল চালকের ভূমিকায় ছিলেন।

হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow