বংশালে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

2 weeks ago 10

রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগ (ডিবি পুলিশ)।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোছা. আকলিমা খাতুন (৩৮) ও নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয় (২১)। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে মাদক কারবারিরা ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। এ সময় ১৭২ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীতে সাপ্লাই দিত বলে জানায়। ঢাকার বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে তারা মাদক বিক্রি করত বলেও স্বীকার করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read Entire Article