বইমেলার দুই দিনের সময়সূচি পরিবর্তন, আগামীকাল থাকছে শিশুপ্রহর

3 hours ago 2

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার কথা মাথায় রেখে বইমেলার দুই দিনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে।

আগামী (৮ ফেব্রুয়ারি) ও ১৫ ফেব্রুয়ারি একুশে বইমেলা বেলা ১১টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে। এই দুই দিন মেলায় থাকবে না পূর্বঘোষিত শিশুপ্রহরও।

আগামীকাল শুক্রবারের অনুষ্ঠানসূচি
আগামীকাল বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন মেলায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. আবদুস সাত্তার।

শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতা
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোচনা অনুষ্ঠান
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: গোলাম মুরশিদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সামজীর আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করবেন স্বরোচিষ সরকার এবং গাজী মো. মাহবুব মুর্শিদ। সভাপতিত্ব করবেন মোরশেদ শফিউল হাসান।

এমএইচএ/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article