বইমেলায় আবু আককাস আহমেদের দুটি বই

4 hours ago 4

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আবু আককাস আহমেদের ‘শুল্ক গোয়েন্দার জীবন’ ও ‘টাইগার সিদ্দিক’। বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদের জীবন নিয়ে ‘টাইগার সিদ্দিক’ এবং রহস্য ও গোয়েন্দা বিষয়ক ‘শুল্ক গোয়েন্দার জীবন’ প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৩০০ টাকা মূল্যের বই দুটি পাওয়া যাচ্ছে অনন্যা প্রকাশনীর ২৭ নম্বর প্যাভিলিয়নে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ একজন সাবেক শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। নেত্রকোণার মুক্তিসেনা (নাড়িয়াপাড়া) গ্রামে ১৯৫৪ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। বাবা মরহুম সৈয়দ আহমেদ তালুকদার ছিলেন সমাজসেবক। মা হরমুজেননেসা তালুকদার। এই দম্পতি চার ছেলেকেই উদ্বুদ্ধ করেন মুক্তিযুদ্ধে অংশ নিতে।

আরও পড়ুন

আবু আককাস আহমেদের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে ‘হুমায়ূন আহমেদ: চেতনার নতুন আকাশ’, ‘স্বাধীনতার ঘোষণা: ইতিহাস বিকৃতির নির্লজ্জ প্রয়াস’ এবং অল্প বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে রচিত ‘মুক্তিযুদ্ধ: রণাঙ্গন নেত্রকোণা’।

তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ আর্মি গলফ ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য এবং খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের পৃষ্ঠপোষক।

এসইউ/এমএস

Read Entire Article