চলচ্চিত্র নির্মাতা আজাদী হাসনাত ফিরোজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নির্মাতা আজাদী হাসনাত ফিরোজের মৃত্যুতে শোক জানিয়ে চিত্রনায়িকা শাবনূর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ আমাদের সবাইকে কাঁদিয়ে পরলোকগত হয়েছেন। আজ আমার জন্মদিন। জীবনের এই বিশেষ আনন্দময় দিনের শুরুতে একজন প্রিয় মানুষের মৃত্যুর খবর আমাকে সারাদিনময় বেদনাচ্ছন্ন করে রেখেছে। আমার অভিনীত “কাজের মেয়ে”, “বউ শাশুড়ির যুদ্ধ”, ও “ফুলের মতো বউ”সহ আরও অনেক সফল সিনেমার পরিচালক ছিলেন তিনি। তার এই অসময়ে চলে যাওয়ার সংবাদে আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি। প্রিয় নির্মাতা অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান রব তাকে বেহেস্ত নসিব করেন।’
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, ‘আজকে যারা আমাকে স্মরণ করে, আমাকে ভালোবেসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চলচ্চিত্র এবং মাতৃভূমি থেকে এতবছর দূরে থাকার পরও আমার ভক্তরা আমাকে আজও ভালোবাসে নিজেদের মনের ভিতর সযত্নে রেখে দিয়েছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি আমি যেন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান আমৃত্যু ধরে রাখতে পারি। সবাই ভাল থাকুন।
পরিচালক সমিতির উপ-মহাসচিব অপূর্ব রানা এ নির্মাতার মৃত্যুতে শোক জানিয়ে লেখেন, ‘আজাদী হাসনাত ফিরোজ ছিলেন প্রেমের সিনেমার পরিচালক। শাবনূরকে নিয়েই ১০টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। আজ (১৭ ডিসেম্বর) মঙ্গলবার সকালে পাবনায় তাকে সমাহিত করা হয়েছে।’ আজাদী হাসনাত ফিরোজ গত ২৯ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজাদী হাসনাত ফিরোজ নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘রসের বাইদানী’, ‘ঘরের লক্ষ্মী’, ‘স্বামী নিয়ে যুদ্ধ’, ‘কাজের মেয়ে’, ‘সবার উপরে প্রেম’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’ ও ‘ফুলের মতো বউ’।
এমএমএফ/এমএস