বকেয়া বেতনের দাবিতে ককপিটে পাইলটের কাণ্ড

মেক্সিকো সিটিতে বকেয়া বেতনের দাবিতে একটি যাত্রীবাহী বিমানের উড্ডয়ন বন্ধ করে দেন এক পাইলট। শুক্রবার তিনি বিমানের ককপিটে অবস্থান নেন এবং বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত ফ্লাইট চালাবেন না বলে ঘোষণা দেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রিফর্মা পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, ‘ওরা আমাদের যা পাওনা আছে, তা না দেওয়া পর্যন্ত এই বিমান উড়বে না।’ তবে বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ভিডিওতে পাইলট জানান, তার নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাকে পাঁচ মাসের বেতন ও ভ্রমণ ব্যয় পরিশোধ করেনি। যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এমন হওয়া উচিত নয়। আমি প্রায় তিন বছর ধরে এই এয়ারলাইনে কাজ করছি, কখনো কোনো ফ্লাইট অসম্পন্ন রাখিনি।’ তিনি আরও জানান, তিনি তিন সন্তানের বাবা। মেক্সিকো সিটির বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ক্যারিবীয় পর্যটন শহর কানকুনগামী একটি নির্ধারিত ফ্লাইটে ঘটে যাওয়া একটি ‘ঘটনা’ তদন্ত করছে বেসামরিক বিমান চলাচল

বকেয়া বেতনের দাবিতে ককপিটে পাইলটের কাণ্ড
মেক্সিকো সিটিতে বকেয়া বেতনের দাবিতে একটি যাত্রীবাহী বিমানের উড্ডয়ন বন্ধ করে দেন এক পাইলট। শুক্রবার তিনি বিমানের ককপিটে অবস্থান নেন এবং বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত ফ্লাইট চালাবেন না বলে ঘোষণা দেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রিফর্মা পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, ‘ওরা আমাদের যা পাওনা আছে, তা না দেওয়া পর্যন্ত এই বিমান উড়বে না।’ তবে বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ভিডিওতে পাইলট জানান, তার নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাকে পাঁচ মাসের বেতন ও ভ্রমণ ব্যয় পরিশোধ করেনি। যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এমন হওয়া উচিত নয়। আমি প্রায় তিন বছর ধরে এই এয়ারলাইনে কাজ করছি, কখনো কোনো ফ্লাইট অসম্পন্ন রাখিনি।’ তিনি আরও জানান, তিনি তিন সন্তানের বাবা। মেক্সিকো সিটির বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ক্যারিবীয় পর্যটন শহর কানকুনগামী একটি নির্ধারিত ফ্লাইটে ঘটে যাওয়া একটি ‘ঘটনা’ তদন্ত করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মেক্সিকান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরে ওই পাইলটকে আটক করা হয় এবং বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow