ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রোর ফ্যাশন লিঃ পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
সরেজমিন জানা যায়, পূর্বের ঘোষণা অনুযায়ী ওই কারখানার ১৭শ শ্রমিক তিন মাসের বকেয়া বেতন পাওয়ার জন্য কারখানার সামনে অবস্থান করেন। কারখানার কাউকে না পেয়ে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের এই অবরোধ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে। ফলে এতে মহাসড়কে প্রায় ১০/১২ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজটের দেখা দেয়।
অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ময়মনসিংহ (৫) এর এসপি আব্দুল্লাহ আল মাহমুদ, সেনাবাহীনির মেজর মনসুর, কলখারনার ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ডিআইজি আহমদ মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, র্যাব ময়মনসিংহ-১৪ ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শামছুল হুদা খান উপস্থিত হয়ে শ্রমিকদের তিন মাসের বেতন জানুয়ারি মাসের ১৯ তারিখে পরিশোধ করার আশ্বাস দিলে বিক্ষোদ্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়, পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আয়েশা নামে এক নারী গার্মেন্টস শ্রমিক জানান, আমি রোর ফ্যাশন লিঃ চাকরী করি, আমার ৪ মেয়ে, ১ ছেলে, এর মাঝে এক মেয়ে সালমা (২২) প্রতিবন্ধী তিন মাস যাবত বেতন না পাওয়ায় দোকানদার সদায় দেয় না, খুব কষ্টে জীবন যাপন করছি; এ মাসে বেতন না দিলে একেবারে মরে যাব।
রোর ফ্যাশন লিঃ এর জিএম আব্দুল মমিন কালবেলাকে জানান, শ্রমিকদের বকেয়া বেতন ১৯ জানুয়ারিতে পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ ময়মনসিংহ (৫) এর এসপি আব্দুল্লাহ আল মাহমুদ কালবেলাকে বলেন, রোর ফ্যাশন লিঃ এর শ্রমিকরা বকেয়া বেতন আদায়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে, জেলা প্রশাসন বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।