বক্সিং ডে টেস্ট শুরু হবে একদিন পর, ২৬ ডিসেম্বর। একদিন আগে দারুণ এক সুখবর পেলেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন তিনি। শুধু তাই নয়, রবিচন্দ্রন অশ্বিনের একটি রেকর্ডও স্পর্শ করে ফেলেছেন। যা মেলবোর্ন টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়াতে পারে ভারতীয় দলের।
বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের আগে আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠতে গিয়ে বুমরাহর রেটিং পয়েন্ট দাঁড়াল ৯০৪। তার ক্যারিয়ারে এটাই সেরা রেটিং পয়েন্ট।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট এতদিন ছিল অশ্বিনের এবং সেটা ছিল ৯০৪ পয়েন্ট। ২০১৬ সালের ডিসেম্বরে এই রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন অশ্বিন। বুমরা র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়ার পাশাপাশি অশ্বিনের সেই রেকর্ডও স্পর্শ করেছেন।
টেস্ট বোলারদের র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তৃতীয় স্থানে জশ হ্যাজলউড। চতুর্থ স্থানে রয়েছেন প্যাট কামিন্স। আর পঞ্চম স্থানে অবসর নেওয়া অশ্বিন। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন রবিন্দ্র জাদেজা। তিনি রয়েছেন দশম স্থানে। বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ রয়েছেন ২৭ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৭৮।
আইএইচএস/