বক্সিং ডে টেস্টের আগে ঘোর দুশ্চিন্তায় ভারতীয় শিবির

4 hours ago 5

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের (২৬ ডিসেম্বর) আগে ঘোর দুশ্চিন্তায় ভারতীয় শিবির। দলের দুই সিনিয়র ক্রিকেটার চোট পাওয়ায় আশঙ্কার কালো মেঘ টিম ইন্ডিয়ার আকাশে।

শনিবার মেলবোর্নের নেটে অনুশীলনের সময় ডান হাতে চোট পান লোকেশ রাহুল। তাকে ফিজিওর শুশ্রুষা নিতে দেখা যায়। এবার রোববার যে ছবি দেখা যায় এমসিজির নেটে, তা ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তায় ফেলবে নিশ্চিত।

রোববার অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ককে রীতিমতো যন্ত্রণাকাতর দেখায়। তাঁর হাঁটুর বাঁ দিকে কালো স্পট লক্ষ্য করা যায়। আইস প্যাক ছোঁয়ানো মাত্রই রোহিতকে তা সরিয়ে দিতে দেখা যায়।

বোঝাই যাচ্ছে যে, তিনি ব্যথায় কাতর। পরে ভারত অধিনায়ককে দীর্ঘ সময় চোটের জায়গায় আইস প্যাক লাগিয়ে বসে থাকতে দেখা যায়।

ক্যাপ্টেনের চোটে উদ্বিগ্ন দেখায় বিরাট কোহলিদের। একজোট হয়ে রোহিতের চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখেন সতীর্থরা।

অবশ্য রোহিতের চোট নিয়ে পরে সমর্থকদের আশ্বস্ত করেন আকাশ দীপ। তিনি বলেন, ‘আপনি খেলতে নামলে চোট হবেই। এতে দুশ্চিন্তার কিছু নেই।’

রোহিত শর্মা চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে এখনও নিজেকে পরিচিত ছন্দে মেলে ধরতে পারেননি। তিনি ২টি ম্যাচের ৩টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ১৯ রান সংগ্রহ করেছেন। ৩টি ইনিংসে রোহিতের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩, ৬ ও ১০ রান।

তবে লোকেশ রাহুল চলতি অস্ট্রেলিয়া সফরে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন। লোকেশ ৩ ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করে দলের হয়ে সব থেকে বেশি ২৩৫ রান সংগ্রহ করেছেন। হাফসেঞ্চুরি করেছেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৪ রানের।

৫ ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১ সমতায় দাঁড়িয়ে। পার্থের প্রথম টেস্টে জয় তুলে নেয় ভারত। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ব্রিসবেনের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্ট ড্র হয়।

এমএমআর/জেআইএম

Read Entire Article