বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

3 months ago 47

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. মহসীন। এ সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে শনিবার তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিক্কার আলমকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিচালক কর্নেল মোহাম্মদ সানা উল্লাহকে প্রেষণে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/এমএইচআর/এমএস

Read Entire Article