বগুড়া-৪: জামায়াত প্রার্থীর আয় হয় বিদেশ থেকে, ফ্ল্যাট আছে তুরস্কে
জামায়াতের এই প্রার্থী হলফনামায় লিখেছেন, স্থাবর সম্পদের মধ্যে দেশে তার ১ শতাংশ জমির একটি ফ্লাট রয়েছে। তুরস্কে তার নামে রয়েছে একটি ফ্ল্যাট, যা তিনি দান সূত্রে পেয়েছেন। তুরস্কের ফ্ল্যাটটির অর্জনকালীন মূল্য ছিল ৬৫ লাখ টাকা। তার নামে যে স্থাবর সম্পদ রয়েছে তার মোট বর্তমান মূল্য লেখা হয়েছে ৯৫ লাখ টাকা।
What's Your Reaction?
